প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে টাকা ও স্বর্ণালংকারসহ স্ত্রী উধাও

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
সিলেটে টাকা ও স্বর্ণালংকারসহ স্ত্রী উধাও

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকায় নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ স্ত্রী লাপাত্তা হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১ অক্টোবর) শহীদ মিয়া সিলেটের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-৩৩।

Manual5 Ad Code

জিডি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তিন লক্ষ টাকার কাবিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর (পূর্ব) রানাপিং এলাকার মৃত. রহমানের মেয়ে মোছা. হোসনার সাথে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার হোসেন মিয়ার ছেলে শহীদ মিয়া (৪৭)। বিবাহের পর থেকে তারা সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকায় বসবাস করে আসছিলেন। বিবাহের পর মোছা হোসনা শারিরীক অবস্থার কারনে সবসময় চিকিৎসা ও আহার বিহার ও অন্যান্য সেবা যত্ন করতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। সাংসারিক জীবনে তাদের বিভিন্ন সময় বাক-বিতন্ডা লেগে থাকতো। স্ত্রী হোসনা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সংসারে অশান্তি সৃষ্টি করতেন।

জিডিতে শহীদ মিয়া অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি ঘরে রক্ষিত ব্যবসার ১ লাখ ৯৫ হাজার টাকা এবং প্লাস্টিকের ব্যাংকে রাখা ৪৫ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার টাকা, কাপড়চোপড় ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় পাশের ঘরের তাজ উদ্দিন মিয়ার স্ত্রীর কাছে ঘরের চাবি রেখে হোসনা বলেন, ‘আমি একটু বেড়াতে যাচ্ছি।’ তবে এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। কাজ শেষে রাত ১১টা ১৫ মিনিটে বাসায় ফিরে শহীদ মিয়া দেখেন, ‘আলমারির তালা ভাঙা এবং নগদ অর্থসহ সব জিনিসপত্র উধাও। আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।’

Manual7 Ad Code

এ বিষয়ে মোগলাবাজার থানার ডিউটি অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন। পুলিশ জানায়, বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code