প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড়

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
সিলেটে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড়

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন মোড় নিয়েছে। ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম শাহ আলম। তিনি সুনামগঞ্জের বাসিন্দা এবং বর্তমানে সিলেট নগরের কদমতলী এলাকায় বসবাস করছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে কদমতলী এলাকা থেকে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ জানায়, প্রাথমিকভাবে শাহ আলমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনার সময় তার সিএনজি অটোরিকশাতে করেই যাচ্ছিলেন এনা পরিবহনের কর্মকর্তরা।

Manual1 Ad Code

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী বলেন, “ঘটনার সঙ্গে আটক সিএনজি চালকের সম্পৃক্ততার বিষয়ে আমরা সন্দেহ করছি। তাকে মামলার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরো জানান, “একই রাতে কদমতলী এলাকায় সন্দেহভাজন আকিকুর রহমান ফরহাদ নামে আরো একজনের বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।”

উল্লেখ্য, গত রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট এলাকায় এনা পরিবহনের ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়।

Manual8 Ad Code

পুলিশ জানায়, কদমতলী কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন কর্মচারী শাহ আলমের সিএনজিতে করে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্বরের আগে সততা রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে আসা প্রায় ১০ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে টাকাগুলো ছিনিয়ে নেয়।

Manual6 Ad Code

ঘটনার পর এনা পরিবহনের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলায় অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code