কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বুড়িডহর গ্রামের মকবুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম এর তথ্যাবদানে এসআই জগৎ জ্যোতির নেতৃত্বে সিলেট শহরের শাহ পরান থানাধীন লামাপাড়া এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। সে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহার নামিয় আসামী।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টিতে সাজাপ্রাপ্ত আসামি। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com