গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে র্যাব-৯ এর অভিযানে মা’কে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়াকে আটক করা হয়েছে। র্যাব বলছে, ২০০৫ সালে হবিগঞ্জের নবীগঞ্জে সংঘটিত ওই হত্যাকাণ্ডে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন ফজল মিয়া। অভিযোগ রয়েছে, তিনি ঘরের ভেতরে দেহ এবং বাইরে মাথা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে হবিগঞ্জ আদালত মামলাটিতে ফজল মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
ওই রায় কার্যকর করার লক্ষ্যে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি–৩, হবিগঞ্জের যৌথ একটি দল গত রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
আটককৃত ফজল মিয়া—পিতা মৃত আশ্বব আলী, গ্রামের ঠিকানা আদিত্যপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ—কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com