প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ণ
সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় চিনির চালান জব্দ হয়েছে। জব্দকৃত চিনির মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

শনিবার ভোরে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখ থেকে চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়।
মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার ভোরে শাহপরাণ উপশহর আবাসিক এলাকার প্রবেশমুখে একটি ডিআই ট্রাক আটক করে তল্লাশি করে ডিবি পুলিশ। এসময় ট্রাক থেকে ৪০ বস্তা ভর্তি ২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

অভিযানকালে আটক দুই ব্যক্তি হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার তুরগ্রামের মো. কলিম উল্লাহের ছেলে আলী আহমদ (৩৯) ও জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের আবদুল মালিকের ছেলে জামিল আহমদ (২৩)।
এ ঘটনায় শাহপরাণ থানায় আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

Sharing is caring!