প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

রিকাবীবাজার থেকে ২ জুয়াড়িকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ণ
রিকাবীবাজার থেকে ২ জুয়াড়িকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত বারোটার দিকে মহানগরের রিকাবীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঘরকাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আক্তারুজ্জামান (৪৭) ও সিলেট জেলার বিয়ানীবাজার থানার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৬৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত বারোটার দিকে মহানগরের রিকাবীবাজারস্থ খালেদ বশির মিয়ার গ্যারেজের সামনে টিনের চালা পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করে ডিবি।

রবিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!