প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরলো র‍‍্যাব

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ণ
সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরলো র‍‍্যাব

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলীর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটের দক্ষিণ সুরমায় সংঘটিত সহিংসতায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ।

গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!