
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা:
সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক রেজান আহমদ শাহ ঢাকা এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশত্যাগের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেলে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান- মঙ্গলবার রাতে রেজানকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদেরকে বার্তা দেওয়া হয়। পরে আমাদের একটি টিম ঢাকায় গিয়ে তাকে নিয়ে আসে।
ওসি জানান- আজ বুধবার ( ১৯শে ফেব্রুয়ারি) রেজানকে আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রেজানের বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক নাশকতা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
Sharing is caring!