সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আটকে থাকা বহরগ্রাম-শিকপুর সেতুর কাজ আবার শুরু হবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে যথাযথ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিচ্ছে। জমি সংক্রান্ত জটিলতাসহ সকল বাধা দূর করা হবে।
তিনি বলেন, বিয়ানীবাজার সরকারি কলেজের বন্ধ হয়ে যাওয়া ভবনের প্র্রথম চারতলা দ্রুত নিষ্পত্তির জন্য আরো ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও পৌরসভা এলাকার ২৬টি প্রকল্পের কাজ শুরু করতে তৎপরতা চলছে। নিজ এলাকার এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সেলিম উদ্দিন নিজ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান। এ সময় সমসাময়িক রাজনীতি ও এলাকার উন্নয়ন নিয়ে নানা খোলামেলা কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমীর কাজী জমির হোসাইন, জামেয়া ইসলামিয়ার অধ্যক্ষ রুকন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com