সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার কার্যনির্বাহী পরিচালনা কমিটি (শুরায়ে আমেলা)-এর সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ দেলওয়ার হোসেন। একই সঙ্গে তিনি মাদরাসার বোর্ড মেম্বার (শুরা সদস্য) হিসেবেও নির্বাচিত হয়েছেন।
দেলওয়ার হোসেন বর্তমানে ফেনগ্রাম-চন্দগ্রাম- বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় শিক্ষানবীশ আইনজীবী। পাশাপাশি দিগন্ত টেলিভিশনের সাবেক প্রডিউসার এবং সাংবাদিকতা পেশায় সাপ্তাহিক আমাদের সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। তিনি পঞ্চখন্ড সাংস্কৃতিক সংসদ, বিয়ানীবাজার উপজেলা সভাপতি এবং জনকল্যাণ সমিতি, ফেনগ্রাম এর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোঃ দেলওয়ার হোসেন বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রামের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত হাজী ছিপত আলী। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com