প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সব সুযোগ সুবিধা পাওয়া একটা গোষ্ঠী নির্বাচন চায় না: ফয়সল চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ
সব সুযোগ সুবিধা পাওয়া একটা গোষ্ঠী নির্বাচন চায় না: ফয়সল চৌধুরী

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা নির্বাচিত না হয়েই সব সুযোগ সুবিধা গ্রহণ করছে ,এজন্য তারা নির্বাচন চায়না।’

Manual1 Ad Code

মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে এসময় তিনি বলেন, ‘দীর্ঘ ১৭বছর দেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে।’রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শালেশ্বর বাজারে ৫ নম্বর ওয়ার্ড বিএনপিরর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘নির্বাচন বানচালের জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় এজন্য তারা নানা টালবাহানা করছে। তারা নির্বাচিত না হয়েই সব সুযোগ সুবিধা গ্রহণ করছে, এজন্য তারা নির্বাচন চায় না। সেজন্য তারা একবার বলে পিআর আরেকবার বলে গণভোট।’ মানুষ ভোট দিতে মুখিয়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭বছর দেশের সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে।’ ফয়সল চৌধুরী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে আপনারা হামলা মামলার ভয় উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাকে ভোট দিয়েছিলেন। আগামীতেও আপনারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণজোয়ার সৃষ্টি করবেন। ধানের শীষের জোয়ারে বাকি সব ভেসে যাবে ইনশাল্লাহ।’ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে একজন নেতা ছিলেন। তিনি ওআইসির হয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠন করেছিলেন।’

Manual4 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে তিনি বলেন, ‘তারেক রহমান-জিয়াউর রহমানের মত এই দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক পরিকল্পনা করেছেন। তিনি দেশের মানুষের কথা ভেবে ৩১ দফা ঘোষণা করেছে। এই ৩১ দফার প্রতিটি দফায় সাধারণ মানুষের কল্যাণ নিহিত রয়েছে।’ শেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শরিফ আহমদ ও রাফি আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাবুবুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেওলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম।

আরোও উপস্তিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ওজি আহমদ,জামাল হোসেন,উপজেলা বিএনপি নেতা জামাল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ,রাফি চৌধুরী ঈরাদ, বিলাল আহমদ, আবদুল গফুর, হাসান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন,বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ। এছাড়াও বিয়ানিবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code