সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, শিক্ষানুরাগী সদ্য প্রয়াত নিজাম উদ্দিন স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন এসএমসির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খালেদ সাইফুদ্দিন জাফরি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী আফতাব উদ্দিন, এসএমসির সাবেক সহ সভাপতি ফজলুর রহমান, মাথিউরা ইউপি সদস্য সৈয়দুর রহমান, মাথিউরা দারুল কোরআন মাদ্রাসার সহ সভাপতি আব্দুল বাছির সাবু, বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি আব্দুল করিম রাইব উদ্দিন, সহ সভাপতি রেজাউল হক, এসএমসির সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, তরুণ ব্যবসায়ী শাহজাহান আহমদ।
এসময় বক্তারা এসএমসির সদ্য প্রয়াত সহ সভাপতি নিজাম উদ্দিনের জীবনের ভালোত স্মৃতিচারণা করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী প্রয়াত নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুকের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মরহুমের মেয়ে ও বিদ্যালয়ের শিক্ষক জুলফা বেগম।
শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব বদরুল হক, হাফিজ মাহতাব উদ্দিন, আব্দুল খালিক, মাহবুব আহমদ, আব্দুল গনি, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিউলি রানী পুরকায়স্থ, রিতা খানম ও উম্মে হাবিবা রূপা, সমাজকর্মী তারেক আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com