সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরশহরের দি লাইট হাউস একাডেমীতে প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী এ পরীক্ষায় পৌরসভার ১৩টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিদিন সকাল ১০ থেকে ৪টায় পর্যন্ত দুইটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও আহবায়ক ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান ও ব্যবস্থাপনায় ছিল দি লাইট হাউস একাডেমী।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিত প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যাক্ষ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, জুড়ি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, দুবাগ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষাক শফিউল আলম, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়সল আহমদ, সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন, মাইলস্টোন বিয়ানীবাজারের ছালেহ আহমদ শাহীন, কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র পাল, রোটারিয়ান আলাল উদ্দীন ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব রোটারিয়ান ছালেহ আহমদ।
পরীক্ষার পরিবেশ নিয়ে অতিথিরা সন্তুষ্টি প্রকাশ করেন বলেন, এ আয়োজনে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মানসিকতার উন্নয়ন ঘটবে।
বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ গ্রহণ করার সুযোগ পাওয়ায় অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারায় শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
সবার সহযোগিতায় প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি-২০২৫ সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় দায়িত্বশীলরা পৃষ্ঠপোশক, অতিথি, অভিভাবকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ আয়োজনের ধারাবাহিকতা রাখতে আগামীতেও সবার সহযোগিতা প্রয়োজন।
প্রফেসর আব্দুল মালিক মেধা বৃত্তি পরীক্ষায় দুই দিনে ৪শত নম্বরের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com