প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়ন কিনছেন এনসিপি নেতারা

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ণ
ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়ন কিনছেন এনসিপি নেতারা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়। গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার দিন থেকেই বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীরা মিছিলসহ কর্মী-সমর্থকদের নিয়ে কার্যালয়ে আসছেন। ঢাক-ঢোল আর ব্যান্ড পার্টি নিয়েও মনোনয়নপত্র কিনতে আসছেন অনেকে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, রূপায়ন টাওয়ারের সামনে থেকেই মিছিল নিয়ে ১৫ তলায় দলের অস্থায়ী কার্যালয়ে উঠছেন প্রার্থী ও সমর্থকরা। অনেকে জীবনে প্রথমবারের মতো নির্বাচনি ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন। এ নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই। নির্বাচন পরিচালনা কমিটির নেতারা জানিয়েছেন, প্রতিদিনই সারা দেশ থেকেই মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করছেন।

Manual3 Ad Code

মনোনয়ন কারা কিনছেন এবং দল থেকে কাদেরকে প্রার্থী করা হবে, এ বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী ইত্তেফাককে বলেন, এনসিপি সংসদে কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চায় না। যারা সৎ ও বাংলাদেশপন্থি রাজনীতি করেন, আলেম সমাজ, মহীয়সী নারীরা, সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিরা রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা এমন লোকদের মনোনয়ন দিতে চাই। তারা জনগণের প্রতিনিধি হবেন। আমাদের দলের প্রতিনিধি হবেন না।

Manual8 Ad Code

এনসিপি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঢাকা-১৮ আসনে প্রার্থী হতে পারেন। এছাড়া কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, ঠাকুরগাঁও-৩ আসনে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইংয়ের প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য কৃষিবিদ মাসুম বিল্লাহ মনোনয়ন ফরম কিনেছেন। তবে এখন পর্যন্ত মনোনয়ন না কিনলেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা ও রামপুরা) এবং সদস্য সচিব আখতার রংপুর-৪ আসনে প্রার্থী হবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসনে প্রার্থী হবেন বলে জানা গেছে। এছাড়া ঢাকা-১৩ আসনে আকরাম হুসেইন, ভোলা-১ আসনে সামান্তা শারমিন, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, কুমিল্লা-১০ আসনে জয়নাল আবেদীন শিশির, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ফেনী-২ আসনে সালেহ উদ্দিন সিফাত, চুয়াডাঙ্গা-১ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি-১ আসনে মশিউর রহমান, ঢাকা-৫ আসনে নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, বাগেরহাট-৩ আসনে মোল্যা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ প্রার্থী হবেন বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code