প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

একটা গোষ্ঠী ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ণ
একটা গোষ্ঠী ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে ধর্মের নামে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না।

Manual3 Ad Code

রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল।

Manual8 Ad Code

ছাত্রদল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের উপস্থিতি ও কাজ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনটি ভালো করতে না পারার কারণ হিসেবে তিনি এই অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন।’

Manual6 Ad Code

দেশ এখন একটি যুগসন্ধিক্ষণে রয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে। এ অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তিনি।

এ সময় সাইবার যুদ্ধেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে বিজয়ী হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সাইবার স্পেসে শক্ত অবস্থান না নিলে পরাজিত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, আমিনুল হক, মওদুদ হোসেন আলমগীর পাভেল, শায়রুল কবির খানসহ দলীয় নেতারা। বিকেলের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code