স্পোর্টস রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির একজন শীর্ষ পরিচালক দৈনিক মানবজমিনকে এটি নিশ্চিত করেছেন।
আজ সকালেই ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয় টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, ‘প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি সময় দেওয়া হয়, তাহলে অধিনায়কের পক্ষে সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি এটা যথেষ্ট।’
এর কয়েক ঘণ্টা পরই জানা গেলো ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডের অধিনায়কত্ব পাচ্ছেন মিরাজ। ওয়ানডের দায়িত্ব পেতে যাওয়া মিরাজ খেলেছেন ১০৫টি ম্যাচ। যার মধ্যে ব্যাট হাতে করেন এক হাজার ৬১৭ রান। যেখানে দুই সেঞ্চুরির পাশাপাশি আছে ছয়টি হাফসেঞ্চুরি। এ ছাড়া বল হাতে মিরাজ নিয়েছেন ১১০টি উইকেট।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com