প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ-নেপালের শিরোপার লড়াই দেখবেন কোথায়

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ শিরোপার ফয়সালা হবে। বসুন্ধরার কিংস অ্যারেনায় শিরোপা জয়ের লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সবশেষ আসরের চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা এবারও রয়েছে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে।
এবারের টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ছন্দ আর একপেশে আধিপত্য নিয়েই শীর্ষে বাংলাদেশ। সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া নেপাল একমাত্র হেরেছে বাংলাদেশের বিপক্ষেই। আফঈদাদের বিপক্ষে এক মাত্র হার ছাড়া পুরো আসরেই উড়ছে তারা।

এছাড়া গোল ব্যবধানেও এগিয়ে নেপালের মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত নেপাল করেছে ২৬ গোল, অন্যদিকে বাংলাদেশ ২০। তাই আজকের ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ একেবারেই স্পষ্ট হারলেই শিরোপা যাবে নেপালে। তবে জয় কিংবা ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ।
কিংস অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-নেপালের মধ্যকার অলিখিত ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com
Copyright © 2025 Agami Projonmo - আগামী প্রজন্ম. All rights reserved.