প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোনালদোর ১০০

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ণ
রোনালদোর ১০০

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

সৌদি প্রো লিগে শিরোপা জিততে না পারলেও উপভোগ করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে টানা ষষ্ঠ ম্যাচে গোল করেছেন আল-নাসর তারকা। লিগে তার দল অষ্টম ম্যাচ খেলতে নেমে সবগুলোতেই জয়ের ধারা ধরে রাখল।

 

Manual3 Ad Code

রোনালদো তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে নিয়ে প্রথমার্ধে সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলশূন্য প্রথমার্ধ কাটিয়ে বিরতির পর গোল উৎসব করেছে তারা।

৪৮ মিনিটে রোনালদোর ফ্রি কিক নেওমের রক্ষণ দেয়ালে লেগে ফিরে এলে অ্যাঞ্জেলো প্রথম শটেই জাল কাঁপান।

Manual3 Ad Code

 

৮ মিনিট পর লুসিয়ানো রদ্রিগেজ আল-নাসরের বাউশালের মুখে কনুই দিয়ে আঘাত করলে ভিএআর-এ লাল কার্ড দেখেন।

 

১০ জনের নেওমের বিপক্ষে কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। ৬২ মিনিটে দৌকৌরে বক্সের মধ্যে ফেলিক্সকে ফাউল করলে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। তাতে সৌদি প্রো লিগে ১০০ গোলে অবদান রাখার কীর্তি গড়েন তিনি। ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট তার।

নেওম ৮৪ মিনিটে একটি গোল শোধ দিলেও আল-নাসরের জয় ঠেকাতে পারেনি। দুই মিনিট পর রোনালদো ও সাদিও মানের সমন্বিত প্রচেষ্টা নেওম ফিরিয়ে দিলেও বল পান ফেলিক্স। বেশ দূর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি।

Manual5 Ad Code

৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আল-নাসর টেবিলের শীর্ষে। তিন পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আল-তাওউন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code