প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, হাসান মুরাদের অভিষেক

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, হাসান মুরাদের অভিষেক

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়কত্বে ফিরেছেন এই সিরিজে। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও হালকা শীতের মধ্যে দুই দল দুই ঘণ্টা আগেই মাঠে নেমে ওয়ার্মআপ সম্পন্ন করে।

Manual1 Ad Code

বাংলাদেশ দলে আজ দুই পেসার ও তিন স্পিনারকে রাখা হয়েছে। অভিষিক্ত হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। হাসান এর আগে জাতীয় দলে কেবল টি–টোয়েন্টি খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমার—৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

অন্যদিকে, এই ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে গণিত শিক্ষক স্যাম নাগাইস্কির।

Manual3 Ad Code

সিলেট টেস্টে বাংলাদেশ আগের মতোই স্পিননির্ভর দল সাজিয়েছে। এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।

Manual6 Ad Code

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

Manual7 Ad Code

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code