প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘মেসি নয়, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি’

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
‘মেসি নয়, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি’

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল, যা ফুটবলপ্রেমীদের কাছে নিয়ে আসবে আরও রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বজুড়ে উন্মাদনার নতুন মাত্রা।

ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই আগামী বিশ্বকাপ খেলবেন। প্রশ্ন উঠছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। সেই প্রশ্নেরই উত্তর দিয়ছেন নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা ওয়েসলি স্নেইডার।

Manual8 Ad Code

নিজের ক্যারিয়ারের সময়ে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেই পরিচিত ছিলেন স্নেইডার। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ফুটবলের এই তারকা ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি দেখেন।

Manual7 Ad Code

মেসির আর্জেন্টিনার পরিবর্তে কেন রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি সেটিরও ব্যাখা দিয়েছেন স্নেইডার। তিনি বলেন, ‘পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা অন্যতম ফেবারিট। সে কারণে আমি বলব লিওনেল মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।’

ভাগ্যের সহায়তায় কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, দাবি স্নেইডারের। তিনি বলেন,‘কাতারে দারুণ বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা। তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার কাছে পর্তুগালকেই ভালো দল মনে হয়।’

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code