প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বার্সার সেরা পাঁচ ব্রাজিলিয়ানের নাম জানালেন রাফিনিয়া

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ণ
বার্সার সেরা পাঁচ ব্রাজিলিয়ানের নাম জানালেন রাফিনিয়া

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনায় এখনকার ব্রাজিলিয়ান জাদুকর রাফিনিয়া। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় তার পারফরম্যান্সের সুবাদে বছরের বেশিরভাগ সময়ই তিনি ব্যালন ডি’অর-এর অন্যতম আলোচ্য নাম ছিলেন। যদিও শেষ পর্যন্ত পুরস্কারটি তার হাতে উঠেনি।

Manual1 Ad Code

সম্প্রতি ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়াকে জিজ্ঞেস করা হয়, বার্সেলোনার ইতিহাসে তার পছন্দের সেরা পাঁচ ব্রাজিলিয়ান কে? জবাবে রাফিনিয়া জানান, বার্সেলোনায় ব্রাজিলিয়ানদের উপস্থিতি সবসময়ই বিশেষ কিছু।

Manual4 Ad Code

তাই পছন্দের পাঁচজনকে বেছে নেওয়া কঠিন। তবু তার তালিকায় ক্রম অনুযায়ী স্থান পেয়েছেন—নেইমার, রোনালদিনহো, রিভালদো, রোমারিও ও রোনালদো নাজারিও।

বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও রাফিনিয়া এখনো বিশ্বসেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত। গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

একমাত্র যে শিরোপাটি হাতছাড়া হয়েছে তা হলো চ্যাম্পিয়নস লিগ। ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় তারা।

তার উল্লেখ করা সেরা পাঁচ ব্রাজিলিয়ানের মধ্যে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন নেইমার। তবে গত মৌসুমে রাফিনিয়াও চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়েছেন।

Manual3 Ad Code

তিনি এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদানের ক্ষেত্রে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড (২১) ছুঁয়েছেন। বার্সেলোনার হয়ে এবং ব্রাজিলিয়ানদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ডও এখন তার ঝুলিতে।

ট্রান্সফারমার্কটের পরিসংখ্যান অনুযায়ী, রাফিনিয়ার এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ম্যাচ ১৫১, গোল ৫৭ এবং অ্যাসিস্ট ৫৩। শিরোপা জিতেছেন মোট ৫টি, যা বার্সায় রোনালদিনহোর সমান।

Manual2 Ad Code

নিজে এখনো ইউরোপের সেরা মঞ্চে ট্রফি জিততে না পারলেও রাফিনিয়া বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম ও উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদিন তিনিও বার্সেলোনার সেই কিংবদন্তিদের কাতারে জায়গা করে নেবেন। বার্সেলোনার ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নও তার চোখে ভাসছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code