প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বোর্ড বলেছে যে দল দিবে তা নিয়েই কাজ করতে হবে: লিটন দাস

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
বোর্ড বলেছে যে দল দিবে তা নিয়েই কাজ করতে হবে: লিটন দাস

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। দল ঘোষণায় নিজের মতামত উপেক্ষিত হওয়ার অভিযোগ এনে তিনি স্পষ্ট জানালেন—নির্বাচকদের সিদ্ধান্ত সম্পর্কে তাকে কোনো নোটিশই দেওয়া হয়নি।

টি–টোয়েন্টি স্কোয়াড থেকে শামীম হোসেন বাদ যাওয়ার প্রশ্নটি তুলতেই লিটনের ক্ষোভ প্রকাশ পায়। তিনি বলেন, “শামীম থাকলে ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত না—সম্পূর্ণ নির্বাচকদের কল। কেন বাদ দেওয়া হলো, তা আমাকে কোনো নোটিশ ছাড়াই জানানো হয়েছে।”

সাম্প্রতিক পারফরম্যান্সে শামীমের রানসমূহ (০, ১, ১) খুব একটা উজ্জ্বল না হলেও, তাঁকে দলে না রাখার সিদ্ধান্তে অধিনায়ককে সম্পূর্ণ অন্ধকারে রেখে দেওয়া—এটাই লিটনের হতাশার মূল জায়গা।

শামীমের জায়গায় দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলামকে। মিডল অর্ডারে তার সঙ্গে রয়েছেন সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান—যারা সবাই ডানহাতি ব্যাটসম্যান।

এই প্রেক্ষাপটে লিটন বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে রাইট–লেফট কম্বিনেশন খুব জরুরি। আপনারা যে প্রশ্ন তুলেছেন, সেই চিন্তা যদি আমাদের ওপর থেকেই আসত, ভালো হতো।”

Manual1 Ad Code

লিটন জানান, সাম্প্রতিক সময়ে বোর্ড এবং নির্বাচকদের কাছ থেকে তাকে সরাসরি বলা হয়েছে—তাদের দেয়া স্কোয়াড নিয়েই কাজ করতে হবে। তিনি কোন খেলোয়াড় চান বা চান না—সেই সিদ্ধান্তে তার কোনো ভূমিকা নেই।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “আমি এত দিন জানতাম অধিনায়ক হলে দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। এখন জানতে পারলাম, আমাকে শুধু দেওয়া দল নিয়েই মাঠে ভালো কিছু করতে হবে।”

শামীমকে বাদ দেওয়ায় ব্যক্তিগতভাবে দুঃখও প্রকাশ করেন লিটন। “সব খেলোয়াড় সব সিরিজে পারফর্ম করবে না। দু-তিনটা খারাপ ম্যাচ হলেই বাদ দেওয়া ঠিক নয়। অধিনায়ক হিসেবে আমি তাকে সমর্থন দিতে পারিনি—এজন্য আমি সত্যিই সরি।”

বিশ্বকাপেও একই পরিস্থিতি তৈরি হলে তিনি কী করবেন—এমন প্রশ্নে লিটন বলেন, “যে দল দেবেন, আমি সেটা নিয়েই একাদশ সাজাব।” আর অধিনায়কত্ব চালিয়ে যাবেন কি না, জানতে চাইলে সংক্ষেপে উত্তর, “ওটা পরে দেখা যাবে।”

Manual1 Ad Code

বাংলাদেশ আগামীকাল চট্টগ্রামে প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code