প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। তার আগে শনিবার (২৯ নভেম্বর) নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। সেখানে নাম আছে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়েরও।

বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদেরই এবারের বিপিএল থেকে দূরে রাখছে বিসিবি। তবে নিজের নামে এমন অভিযোগ মেনে নিতে নারাজ বিজয়। নিলাম থেকে বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার।

Manual6 Ad Code

নিলাম থেকে বাদ দিয়ে বিসিবি অসম্মানিত করেছে জানিয়ে গণমাধ্যমকে বিজয় বলেন, ‘যদি প্রমাণ করতে না পারে, এই যে আমি অসম্মানিত হচ্ছি এটার ব্যাখ্যা কে দিবে? বিসিবিকে প্রশ্ন করেন! প্রমাণ দেখান আপনি সামনে! আমরা কি যা তা প্লেয়ার? বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছি না? এতটুকু সম্মান নাই?’

Manual6 Ad Code

নিলামের ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন বিজয়। তবে তার দাবি ‘বি’ ক্যাটাগরিতে থাকার কথা ছিল। বিজয় বলেন, ‘আপনি ধাপ করে বাদ দিয়ে দেবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি ‘বি’ থেকে ‘সি’তে নামায় দিছেন। সেটাই তো অসম্মানের। সেখান থেকে বিপিএলের নিলাম থেকে বাদ দিয়ে দিছেন। এটা হতে পারে? এটাই বোঝা যাচ্ছে আমি দোষী। আমাকে প্রমাণ দেখান? যদি প্রমাণ না দেখাইতে পারেন যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দিবে, এটার বিচার কে করবে?’

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code