স্টাফ রিপোর্টার:
প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। তবে দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টরের উইকেট তুলে নিয়ে আইরিশদের লাগাম টেনে ধরে বাংলাদেশ। এরপর রিশাদ-মোস্তাফিজের দাপুটে বোলিংয়ে আইরিশদের ১১৭ রানে অলআউট হয়েছে আইরিশরা। জয়ের জন্য ১১৮ রান প্রয়োজন বাংলাদেশের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।
ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন এই দুই ওপেনার। ১০ বলে ১৭ রান করা টেক্টরকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম।
এরপর ক্রিজে আসা হ্যারি টেক্টরকে বোল্ড করে সাজঘরে পাঠান মোস্তাফিজুর রহমান। এরপর আইরিশদের তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন স্পিনার রিশাদ হোসেন। লোরকান টাকার ১, কার্টিস ক্যাম্ফার ৯ ও গ্রাথ ডিলানি ১০ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর নিমিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশ পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন ৩টি করে উইকেট।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com