স্পোর্টস ডেস্ক :
ক্যাম্প ন্যুর প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো মঙ্গলবার রাতে কাতালানদের বিপক্ষে মাঠে নামে অ্যাতলাটিকো মাদ্রিদ। ম্যাচের ১৯ মিনিটের মাথায় অ্যালেক্স বেনার গোলে লিড পায় সফরকারীরা। তখন ডাগআউটে দাঁড়িয়ে থাকা অ্যাতলাটিকো বস দিয়েগো সিমিওনে স্বপ্ন দেখছিলেন ১৭ ম্যাচ ধরে জয় করতে না পারা ক্যাম্প ন্যুর দুর্গ জয়ের।
কারণ মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে ক্যাম্প ন্যুতে কাতালানদের বিপক্ষে নামার আগে সর্বশেষ ১৬ ম্যাচ জয় নিয়ে ফিরতে পারেনি স্পেনের রাজধানীর এই ক্লাব। শেষ পর্যন্ত সিমিওনে ৩-১ গোলে হারের আরও একটি হতাশার রাতকে সঙ্গে করে ছেড়েছেন কাতালান দুর্গ। এখন সব মিলিয়ে ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৭ ম্যাচে কোনো জয় পায়নি অ্যাতলাটিকো। যার মধ্যে ১০ হার এবং ৭টি ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডিয়েগো সিমিওনের দল।
তবে মঙ্গলবার রাতে গল্পটা ভিন্ন হতে পারত, যদি ম্যাচের ১৯তম মিনিটে পেদ্রির বাড়িয়ে দেওয়া বল অ্যাতলাটিকোর জালে জড়াতে ব্যর্থ হতেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফিরেছিল ফ্রিক বাহিনী। রাফিনিয়ার দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের পরও ব্যালন ডিঅর জিততে না পারায় হতাশ অ্যাতলাটিকো বস। এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে বলেন, রাফিনিয়া প্রতিটি ম্যাচেই খেলে। সে গোল করে, প্রতিপক্ষকে চাপে রাখে। আমি বুঝতে পারছি না এত ধারাবাহিক থাকার পরও সে কীভাবে ব্যালন ডি'অর জিততে পারেনি।'
অন্যদিকে নিজেদের পরিকল্পনায় সফল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লা লিগার পয়েন্ট টেবিলের এখনো সবার ওপরে অবস্থান কাতালানদের। ১৫ ম্যাচ খেলে ইয়ামাল-রাফিনিয়াদের পয়েন্ট ৩৭। সেই সঙ্গে ১৪ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ (গতকালের আগ পর্যন্ত) এবং বার্সার সমান খেলে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে অ্যাতলাটিকো মাদ্রিদ।
যদিও মঙ্গলবার রাতে কাতালানদের হারাতে পারলে টেবিলের সবার উপরে উঠে আসতে সুযোগ থাকত সিমিওনের দলের। স্বস্তির জয় পেলেও আবারও ইনজুরিতে পড়েছেন বার্সা তারকা দানি ওলমো। যার কারণে চলতি বছরে আর মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার। মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ।
তবে দলের জয় নিয়ে খুশি কাতালান বস। তার মতে, অ্যাতলাটিকোর বিপক্ষে ম্যাচে যে পারফর্ম করেছে তার দল, সেটা ছিল তাদের মৌসুমের সেরা পারফরম্যান্সের মধ্যে একটি। জার্মান বস বলেন, 'এটি আমাদের মৌসুমের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে একটি ছিল। আমরা ফিরে আসছি। আজ আমরা অনেক উন্নতি করেছি। তারা ভালো শুরু করেছিল, কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। আমরা হাল ছাড়িনি এবং এটাই আমরা চাই।'
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com