প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘আমাদের স্কিলে ঘাটতি আছে, সেটা আমরাও জানি’

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ণ
‘আমাদের স্কিলে ঘাটতি আছে, সেটা আমরাও জানি’

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

ফিল সিমন্সের বিশেষ ক্লাসের প্রথম দিনে অনুশীলন সেরেছে দলের ব্যাটাররা। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহানরা ছিলেন এদিন অনুশীলনে। পুরো সেশনে উপস্থিত ছিলেন সিমন্স। সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

 

Manual2 Ad Code

সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন জানান, ‘উন্নতির আসলে শেষ নেই। আপনারা প্রায়ই বলেন আমাদের স্কিলে ঘাটতি আছে, সেটা আমরাও জানি। কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে কাজ করার সময় পাওয়া যায় না। এই ক্যাম্পটা খেলোয়াড়দের ঘষা-মাজার জন্য। বিশেষ করে টি-টোয়েন্টিতে ভালো শটও অনেক সময় ফিল্ডারের কাছে চলে যায়, এগুলো সামলানোর দক্ষতা বাড়ানোই লক্ষ্য।’

ব্যাটারদের নিজেদের মধ্যে আলোচনা করা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘টিম মিটিংয়ে কথা বলা, আলোচনায় অংশ নেওয়া, এমনকি নিজেরাই মিটিং লিড করা, এসব করতে বলা হয়। কারণ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, খেলেন তো তারাই। খেলোয়াড়রা যত নেতৃত্ব নেবে, তত পরিপক্ব হবে; গেম সেন্সও তত বাড়বে।’

Manual8 Ad Code

 

দলের চলতি বছরের পারফরম্যান্স নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা এখন সেই জায়গার কাছাকাছি, যেখানে যেতে চাই। বড় কোনও সাফল্য এখনো পাইনি ঠিকই। কিন্তু নিয়মিত সিরিজ খেলছি, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। ব্যাটাররা তাদের ভূমিকা বুঝতে শুরু করেছে। সামনে দুই মাস যদি এভাবে কাজ চালিয়ে যেতে পারে, তাহলে বিশ্বকাপের আগে দল খুব ভালো জায়গায় পৌঁছে যাবে।’

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code