প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ণ
রোনালদোর রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এমবাপ্পে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :
পিএসজিতে থাকাকালেই প্রকাশ্যে জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে-‘আমি রিয়াল মাদ্রিদে যেতে চাই।’ শেষ পর্যন্ত শৈশবের প্রিয় ক্লাবের জার্সি গায়ে উঠিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা। আর মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুমও পেরোনোর আগেই ভেঙে ফেলতে চলেছেন তার শৈশবের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর একটি বড় রেকর্ড।

Manual7 Ad Code

রোনালদোকেই আদর্শ মানেন এমবাপ্পে। ছোটবেলায় ঘরের দেয়ালে যার পোস্টার টাঙিয়ে রেখেছিলেন, সেই পর্তুগিজ সুপারস্টারের রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন হাতের নাগালেই তার। রিয়াল কোচ জাবি আলোনসোর বিশ্বাস- রেকর্ডটি নিশ্চিতভাবেই ভাঙবেন এমবাপ্পে।

২০২৫ সালে রিয়ালের হয়ে এমবাপ্পের গোল এখন পর্যন্ত ৫৫। রোনালদোর ২০১৩ সালের ৫৯ গোলের রেকর্ড ছোঁয়ার জন্য দরকার মাত্র আরও চার গোল। গত মৌসুমের দুর্দান্ত ছন্দ ধরে রেখে চলতি মৌসুমেও আগুনে ফর্মে রয়েছেন তিনি। লা লিগায় ১৫ ম্যাচে করেছেন ১৬ গোল, চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে পেয়েছেন ৯ গোল।

Manual3 Ad Code

স্প্যানিশ গণমাধ্যমে রোনালদো-এমবাপ্পে তুলনা এখন নিয়মিত। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর উত্তরসূরি হিসেবেই অনেকেই দেখছেন এমবাপ্পেকে।

Manual1 Ad Code

আজ আলোনসো বলেন, ‘ক্রিস্টিয়ানোর মতোই রিয়ালের ইতিহাস গড়ার পথে এমবাপ্পে। শুধু দলের গুরুত্ব নয়, তার ক্ষুধা, উচ্চাকাঙ্ক্ষা ও অবিশ্বাস্য গোলসংখ্যাই তাকে সেখানে নিয়ে যাচ্ছে। সে প্রতিশ্রুত সেই খেলোয়াড়, যে নিজে ভালো খেলে এবং আশপাশের সবাইকে ভালো খেলতে উদ্বুদ্ধ করে-যেমনটা করতেন ক্রিস্টিয়ানো।’

আজ লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের পরবর্তী ম্যাচে রোনালদোর রেকর্ডের আরও কাছে যেতে পারেন এমবাপ্পে। এরপর ১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষ হালান্ডের ম্যানচেস্টার সিটি, তারপর লিগে আলাভেস ও সেভিয়া- রেকর্ড ছোঁয়ার সামনে রয়েছে মোট চার ম্যাচ।

Manual2 Ad Code

রোনালদো রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। অন্যদিকে, ২০২৪ সালে পিএসজি থেকে যোগ দেওয়ার পর এমবাপ্পে এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৭৯ ম্যাচে করেছেন ৬৯ গোল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code