প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফাইনালে মেসি ম্যাজিকে এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
ফাইনালে মেসি ম্যাজিকে এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে লিগস কাপের শিরোপা এনে দেন লিওনেল মেসি। এরপর জয় করেন সাপোর্টার্স শিল্ড। এবার মেসির অর্জনের খাতায় আরেকটি শিরোপা যোগ হলো। মায়ামিকে এমএলএস কাপের শিরোপা জিতিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। পেশাদার ক্যারিয়ারে এটা মেসির ৪৭তম শিরোপা।

শনিবার (৭ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মায়ামি জিতল এমএলএস কাপ। গোল না পেলেও ফাইনালের নায়ক ছিলেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্ট করেছেন তিনি।

Manual7 Ad Code

ম্যাচের শুরুতে মাত্র আট মিনিটেই মধ্যমাঠে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মেসি একটি নিখুঁত চিপ পাস বাড়ান তাদেও আলেন্দের দিকে। ডান দিক দিয়ে ঢুকে আলেন্দে ক্রস করেন, যা ভুলবশত নিজেদের জালেই পাঠিয়ে বসেন এডিয়ার ওকাম্পো। সেই অদ্ভুত আত্মঘাতী গোলেই ম্যাচে এগিয়ে যায় মায়ামি।

Manual1 Ad Code

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে সমতায় ফেরে ভ্যানকুভার হোয়াইটক্যাপস। ব্রায়ান হোয়াইটের দারুণ সহায়তায় আলি আহমেদের গোল ভ্যানকুভারকে ম্যাচে ফিরিয়ে আনে।

Manual8 Ad Code

এরপর ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কাড়েন মেসি এবং নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করান।

ম্যাচের যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির বাঁ পায়ের জাদু। একটি অসাধারণ থ্রু-পাসে আলেন্দেকে গোলের সুযোগ করে দেন। নিচু শটে ফিনিশিং করে আলেন্দে নিশ্চিত করেন মায়ামির শিরোপা। এটিই ছিল অডি এমএলএস কাপে তার রেকর্ড নবম গোল।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code