প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধীরগতির ব্যাটিংয়ের কারণে আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০১:১২ অপরাহ্ণ
ধীরগতির ব্যাটিংয়ের কারণে আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। অভিষেক ম্যাচেই ব্যাটিংয়ে সুযোগও এই টাইগার অলরাউন্ডার। তবে তা ভালোভাবে কাজে লাগাতে পারেননি তিনি।

রোববার (৭ ডিসেম্বর) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমিরেটস।

Manual2 Ad Code

ব্যাট করতে নেমে এমিরেটসকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। তবে ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরে যান। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।

Manual5 Ad Code

তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন আসেন সাকিব। তবে ধীরগতির ব্যাটিং করতে থাকেন তিনি। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না।

তাই ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবকে তুলে নেয় তার দল। শেষ দিকে রোমারিও শেফার্ডের ১০ বলে অপরাজিত ৩১ রান করেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code