প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ
বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আগামীকাল চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে বিশেষ নজরে থাকবে ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের দ্বৈরথ। ক্লাব জার্সিতে দুই তারকার লড়াইয়ের পর জাতীয় দলের হয়েও তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। ব্রাজিল ফুটবলের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানালেন, বিশ্বকাপের আগে নরওয়ের সঙ্গে সূচি ফেলার পরিকল্পনা করছে তারা।

Manual3 Ad Code

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে নরওয়ে একচ্ছত্র দাপট দেখায়। ৫৮ বছর পর বিশ্বকাপে তাদের প্রত্যাবর্তনে মূল ভূমিকা রাখেন হালান্ড। ১৬ গোল করে বাছাইয়ে শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। নরওয়ে ৮ ম্যাচে ৩২ গোল করে সবগুলো জিতে বিশ্বকাপের টিকিট কাটে। এই দলের বিপক্ষে নিজেদের পরখ করে দেখতে চায় সেলেসাওরা।

Manual2 Ad Code

ব্রাজিল জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে একটি প্রীতি ম্যাচ খেলতে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা চলছে তাদের। নরওয়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম ভিজি-কে কায়েতানো বললেন, ‘শেষ ওয়ার্মআপ ম্যঅচের জন্য আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের পছন্দের দল আছে। এখনো আলোচনার প্রয়োজন, কিন্তু আমাদের প্রথম পছন্দ নরওয়েজিয়ান জাতীয় দল, যারা এখনক শক্তিশালী দল।’

নরওয়েজিয়ান ক্রীড়া ধারাভাষ্যকার আর্নে শেই বলেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নরওয়ের বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ইতালির মতো দলের গ্রুপে থেকেও তারা সরাসরি বিশ্বকাপের টিকিট কেটেছে। আর নরওয়ে একমাত্র জাতীয় দল, যাদেরকে কখনো হারাতে পারেনি ব্রাজিল।

ভিজি-কে শেই বলেন, ‘এটা চমৎকার। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেলার চেয়ে ভালো আর কিছু হবে না। নরওয়ে একমাত্র দল, যারা ব্রাজিলের সঙ্গে কখনো হারেনি।’

Manual5 Ad Code

সব মিলিয়ে নরওয়ে ও ব্রাজিলের দেখা হয়েছে চারবার। প্রথমবার ১৯৮৮ সালে, প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তারপর উলেভাল স্টেডিয়ামে ১৯৯৭ সালে নরওয়ে জিতেছিল ৪-২ গোলে। পরের বছর বিশ্বকাপে নরওয়ে জেতে ২-১ গোলে। তারপর ২০০৬ সালের প্রীতি ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য নরওয়ের বিপক্ষে ম্যাচ হবে ব্রাজিলের সামর্থ্যের পরীক্ষা। নরওয়ের অক্ষত রক্ষণভাগ আর অদম্য আক্রমণভাগের সামনে সেলেসাওরা ভালো কিছু করতে পারলে, তা বিশ্বকাপে মনোবল বাড়াবে।

‘সি’ গ্রুপে ব্রাজিল ১৪ জুন বিশ্বকাপ শুরু করবে মরক্কোর বিপক্ষে। ‘আই’ গ্রুপে নরওয়ের প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ চূড়ান্ত হবে প্লে অফের লড়াইয়ে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code