স্টাফ রিপোর্টার:
সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দলের প্রতি সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলার আহ্বান জানান।
তিনি তার ফেসবুকে লেখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়...’
মাশরাফীকে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। তার নেতৃত্বে বাংলাদেশ দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, যার মধ্যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানো অন্যতম। তার অধিনায়কত্বে দলটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলে।
তবে বর্তমানে ক্রিকেটের বাইরে রাজনীতিতেও আলোচিত তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন মাশরাফী এবং দলটির পতনের পর তিনি রাজনৈতিকভাবে বেশ চাপে আছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের মতো তিনিও আড়ালে আছেন এবং প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com