প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ সংবাদদাতা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২০২১ সালে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অসিত কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজার থেকে অসিত কুমরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্নারগাঁও ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দোয়ারাবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন হামলায় আহত জহিরের ভাই।

Sharing is caring!