প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, আহত ১

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু, আহত ১

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে পাকনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়া। দুপুর দুইটার দিকে ঝড়ো হাওয়ার সাথে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে স্থানীয়রা মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানান ওসি সাইফুল ইসলাম।

এদিকে জেলার শাল্লা উপজেলার সুলতান পুর গ্রামের নবীর হোসেন নামের এক কৃষক হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত নবীর হোসেনকে শাল্লা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম।

Sharing is caring!