প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় খুন

editor
প্রকাশিত মে ৭, ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় খুন

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেয়ায় মাদসাক্ত যুবকের হাতে মো. আল মোবিন (৫৫) নামের এক প্রতিবেশী খুন হয়েছেন। নিজ বাড়ি থেকে আটক নিহত মোবিন পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। বর্তমানে পরিবার সহ তারা নতুনপাড়ায় বসবাস করছেন। ঘটনার পর ঘাতক হৃদয় বণিক (৩০) তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বখাটে হৃদয় বণিক মাদকাসক্ত। নেশা করে এলাকায় গালিগালাজ অসামাজিক কাজ করা তার নিত্যদিনের স্বভাব। মঙ্গলবার বিকেলে নতুনপাড়া এলাকায় নিহতের বাড়ির সামনে এসে খারাপ ভাষায় গালিগালাজ করলে বাঁধা দেন মোবিন। এতে ক্ষিপ্ত হয়ে মোবিনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে সে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনার পর ঘাতক হৃদয় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দু ঘন্টার অভিযানে পুলিশ তাকে আটক করে।

Sharing is caring!