স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ পৌর শহরের ব্রিজে অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপসহ এক হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত মালালের মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার টাকা। গতকাল সোমবার সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন টাস্কফোর্স অভিযানের মাধ্যমে এসব আটক করা হয়।
টাস্কফোর্স অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসক কার্যালর্যের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দৃকৃত ভারতীয় শাড়ী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com