সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অশালীন আচরনের প্রতিবাদ করায় আপন ভাতিজার হাতে চাচি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রুকশানা বেগম (৩৫) উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মো. ফিরিজ আলীর স্ত্রী। শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়ে পুলিশ।
দোরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, নিয়ামপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর বখাটে ছেলে জসীম উদ্দিন (২৬) তাঁর আপন চাচা ফিরিজ আলীর স্ত্রী রুকশানা বেগমের সাথে প্রায়সই অশালীন আচরন করে আসছিলো। চাচিকে উত্যক্ত করার অভিযোগে জসীম উদ্দিনের বিরুদ্ধে একাধিকবার সালিশ হয়েছে বলে জানা যায়।
শুক্রবার রাত ৯ টার দিকে রুকশানা বেগম বারান্দায় বের হলে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করেন জসীম উদ্দিন। এমন আচরনের প্রতিবাদ জানালে বখাটে ভাতিজা জসিম উদ্দিন ঘরে থেকে বটি দা এনে চাচি রুকশানা বেগমের মাথায় ও শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘাতক জসীম পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেলে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসানা বেগম।
খবর শুনে ঘটনাস্থল যায় দোয়ারাবাজার থানা পুলিশ। ঘাতক ভাতিজা জসীম উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েন ওসি জাহিদুল হক।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com