প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য বোঝাই ট্রাক (কাভার্ড ভ্যান) নরসিংদীতে জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যান চালক বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে জসিম উদ্দিন ও চোরাকারবারি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে মুকুল মিয়া।

নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওইসকল ভারতীয় প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।

জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যের বাজার মূল্য ৫০-৬০ লাখ টাকা হবে।

Sharing is caring!