সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর থানাপুলিশ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, রোজিনা আক্তার (২৯) ও মো. চান মিয়া (৪০)। দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে রোজিনা জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানে রোজিনার বসতবাড়ি থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৪০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিবুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মধ্যনগর থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। যেসব মাদক কারবারিরা চিহ্নিত, তাদের আইনের আওতায় আনা হবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com