স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমণ্ডি ৭নং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
Sharing is caring!