প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেসবুকে যে ঘোষণা দিলেন সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ণ
ফেসবুকে যে ঘোষণা দিলেন সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা নেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ঘোষণা দেন এ আইনজীবী।

ভোটারদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার কৃপায় আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আজকে শুনাতে চাই।

Manual7 Ad Code

আমি কখনো কোনোভাবে সরকারি কোনো বেনিফিট নেবো না। যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাউন্স কিংবা সুযোগ সুবিধা যা-ই সরকার আমাকে দেবে সবটুকু জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেবো। আমি তার এক পয়সাও নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আত্মীয়-স্বজনের কল্যাণে ব্যয় করবো না। এটি আমার অনারিয়াম হোক বা অন্য কোনো সুবিধা হোক।

ছাত্রশিবিরের সাবেক এই সেক্রেটারি আরও বলেন, আমি কখনো কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। অর্থাৎ সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন। আপনাদের দোয়ার, আল্লাহ তায়ালার বরকতে যদি নির্বাচিত হই ট্যাক্স ফ্রি গাড়ির সুযোগ-সুবিধা নেবো না। নিজের স্বার্থে প্রশাসন ব্যবহার করব না। সরকারি কাজ ছাড়া কোনো প্রটোকল ব্যবহার করব না।

Manual5 Ad Code

ঢাকায় হোক আর সুনামগঞ্জে হোক আমার দরজা সব সময় খোলা থাকবে। পরিবার বা আত্মীয়-স্বজনকে অবৈধ প্রভাব বিস্তার থেকে বিরত রাখবো। এ প্রতিশ্রুতি থেকে সরে গেলে জবাবদিহি করতে বাধ্য থাকব। সরকারি ফান্ড নিয়ে জনগণের কাছে হিসাব দিতে সব সময় বাধ্য থাকব।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code