প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিজিবি’র উপর হামলা করলো চোরা কারবারিরা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
বিজিবি’র উপর হামলা করলো চোরা কারবারিরা

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। জব্দ করা রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপি টহলদারিতে হামলা চালায় চোরাকারবারীরা। বিজিবি টহল সাহসিকতার সাথে পরিস্থিতি পরিচালনা করে এবং তাদের সেই জিনিসগুলি ছিনিয়ে নিতে দেয়নি। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ ঘটনার পর দুই চোরাকারবারিকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।

Sharing is caring!