প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

যত বেশি সমালোচনা, তত বেশি ফুল : সুনামগঞ্জে জামায়াতের আমীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ণ
যত বেশি সমালোচনা, তত বেশি ফুল : সুনামগঞ্জে জামায়াতের আমীর

স্টাফ রিপোর্টার:
জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান বলেছেন,যারা আমাদের সমালোচনা করে তারা আমাদের বন্ধু। কারন তাদের সমালোচনার কারণে আমার অনেক কিছু শিখেছি। যত বেশি সমালোচনা করবেন তত বেশি ফুল দিবো।

আজ শনিবার (১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে ধোঁকাবাজির দেখে মানুষ আজ ক্লান্ত। ধোঁকাবাজির রাজনীতি দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। আওয়ামী লীগ গত ১৫ বছর আমাদের সাথে যা করেছে আজ তাদের সাথে তা হচ্ছে। বিনা ভিসায় দেশ ছাড়তে হয়েছে। আওয়ামী লীগ আমাদের হাটু কাটতে গিয়ে নিজেদের হাটু দুই টুকরো করে ফেলেছে।

আমীর বলেন, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে গণহত্যার বিচার করতে হবে। এবং তা অগ্রাধিকার ভিত্তিতে তা করতে হবে। দেশে মামলা বানিজ্য হচ্ছে। নিরিহ মানুষকে হয়রানি করা হচ্ছে। আর কেউ মামলা বানিজ্য করবে না। নিরিহ মানুষকে হয়রানি করবেন না।

শফিকুর রহমান আরও বলেন, শিক্ষা কাঠামো এমন ভাবে করা হবে যেখানে সার্টিফিকেট ও কাজ একসাথে পাবে শিক্ষার্থীরা। জামায়াতের কর্মীর চাঁদাবাজি লুট করছে না। কারণ তার জানেন এটা হারাম। সবাই শান্ত থাকুন, দেশ গড়ায় অংশগ্রহণ করুন।

Sharing is caring!