সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের আড়াই হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করে তারা।
এ ছাড়া আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের (সুনামগঞ্জ) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান- সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com