প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ড. ইউনূস ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি, বিয়ানীবাজারের যুবকের বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:২৩ অপরাহ্ণ
ড. ইউনূস ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি, বিয়ানীবাজারের যুবকের বিরুদ্ধে মামলা

 

প্রজন্ম ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিবাদীরা সবাই প্রবাসী। একই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ মে-র মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিআইবি) সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার কনকলস গ্রামের মাহফুজ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বাজারের সালমা আক্তার, একই এলাকার তোফায়েল আহমদ, সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামের ইমরান খান, মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য হাউসদী গ্রামের মো. মাহিন খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও যুবদল সুনামগঞ্জ পৌর শাখার সাবেক সদস্য রমজান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদী রমজান আলী জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত, কটূক্তি ও নানাভাবে নেতিবাচক সমালোচনা করে যাচ্ছেন। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় স্বার্থে এসব কার্যকলাপের বিরুদ্ধে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আবেদন নিয়ে আদালতে মামলাটি দায়ের করি।

Sharing is caring!