জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জের নিপুল রায়ের সন্ধান চায় তার পরিবার। গত ১৮ এপ্রিল শুক্রবার গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর নিপুল রায় (২৬) নিখোঁজ হন। তিনি খলাছড়া ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত অরেন্দ্র রায়ের ছেলে।
নিপুলের পরিবার সূত্রে জানা গেছে, সহজ সরল প্রকৃতির নিপুল রায় গত ১৮ এপ্রিল দুপুরের দিকে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় ২৫ এপ্রিল জকিগঞ্জ থানায় নিখোঁজ নিপুল রায়ের মা শেফালী রায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ডায়েরিতে শেফালী রায় উল্লেখ করেন, তার ছেলের চুল ছোট, গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যক্তি কোথাও নিপুল রায়কে দেখতে পেলে ০১৯১৩৩০৭৬৪৪ মোবাইল নাম্বার যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com