প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপুল পরিমাণ ভারতীয় ঔষধের চালান জব্দ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ণ
বিপুল পরিমাণ ভারতীয় ঔষধের চালান জব্দ

Manual7 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৯ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির দায়িত্বাধীন ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযােন ঔষধের চালান জব্দ করা হয়।

Manual8 Ad Code

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিম ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ঔষধের সিজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা।

Manual3 Ad Code

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চলছে। জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবির এ সফল অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নতুন আস্থা যোগ করেছে। স্থানীয়দের মতে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code