প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ইউএনও’র কাছে অভিবাবকদের স্মারকলিপি প্রদান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
জকিগঞ্জে ইউএনও’র কাছে অভিবাবকদের স্মারকলিপি প্রদান

Manual5 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
জকিগঞ্জ সরকারি উচ্চ (বালক) বিদ্যালয় ও জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কটসহ নানা সমস্যা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

Manual4 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জকিগঞ্জ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শুন্য হয় ২০১৬ সালে। দীর্ঘ ৯ বছর থেকে শুন্য অবস্থায় রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদটি। গণিতের শিক্ষকের ৩টি পদ থাকলেও আছেন মাত্র ১জন। তিনিও যেকোন সময় বদলীর অপেক্ষায় আছেন। ইংরেজির শিক্ষকের ৩টি পদের বিপরীতে আছেন মাত্র ১জন। বিজ্ঞানের কোন শিক্ষকই এই বিদ্যালয়ে নাই।

Manual5 Ad Code

সম্প্রতি ২জন বিজ্ঞানের শিক্ষক বদলী হয়ে অন্যত্র চলে যান। দীর্ঘ কয়েক বছর থেকে শূন্য সহকারী শিক্ষকের সৃষ্ঠ পদ-১৬টি। ২৫টি সৃষ্ঠ পদের বিপরীতে কর্মরত মাত্র ৯জন। তার মধ্যে বর্তমানে ০২জন শিক্ষক রয়েছেন বিএড প্রশিক্ষণে। জকিগঞ্জ সরকারি (বালক) বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষকও কর্মস্থলে অবস্থান করেন না। তিনি তাঁর পরিবার-পরিজন নিয়ে সিলেটে অবস্থান করেন। তার ছেলে-মেয়েরাও সিলেটের বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করে। তিনি মাঝে মধ্যে বিদ্যালয়ে আসেন।

প্রায় ৭০০ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে ১০টি শাখা থাকলেও শিক্ষক সল্পতার কারণে একত্র করে ও গাদাগাদি করে পাঠদান কার্যক্রম চলছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে মাত্র ৮৩ জন। পাশের হার মাত্র ৪৮%। ফলে জকিগঞ্জের এ দুটি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। হতাশ হয়ে পড়েছেন জকিগঞ্জের এ দুটি বিদ্যালয়ের অভিভাবকগণ।

Manual6 Ad Code

জরুরি ভিত্তিতে এদুটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক নিয়োগ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অভিভাবকসহ সচেতন মহল সিলেটের জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপ-পরিচালক, শিক্ষা অফিসার সিলেটের নিকট বিনীত আবেদন জানিয়েছেন।

Manual2 Ad Code

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘জকিগঞ্জ সরকারি উচ্চ (বালক) বিদ্যালয় ও জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code