প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে যে কারণে ৬ যুবকের কারা দন্ড

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ণ
জকিগঞ্জে যে কারণে ৬ যুবকের কারা দন্ড

Manual2 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ছয় যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রশাসন জানায়—আটক ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন বেটিংয়ে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক প্রমাণ মিললে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, “জুয়া একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি কেবল ব্যক্তিকেই নয়, তার পরিবার ও সমাজকেও ক্ষতির মুখে ঠেলে দেয়। অনলাইনে জুয়ার প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে। জকিগঞ্জে এই অপকর্মে যারা যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Manual3 Ad Code

সচেতন মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে—সাম্প্রতিক সময়ে মোবাইল অ্যাপ ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে তরুণরা সহজেই অনলাইন জুয়ার ফাঁদে পড়ছে। এর ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি নৈতিক অবক্ষয়েরও শিকার হচ্ছে।

Manual4 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন — পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নজরদারি এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রয়াসই পারে এই ভয়াবহ ‘অনলাইন জুয়া সংস্কৃতি’ থেকে তরুণদের রক্ষা করতে।

Manual6 Ad Code

যুব সমাজকে এই ধ্বংসাত্মক পথ থেকে রক্ষা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জনসাধারণের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন: যুব সমাজকে রক্ষায় সমাজের সকল স্তরকে এগিয়ে আসতে হবে। কোনো ব্যক্তি এমন অপরাধে জড়িত থাকলে বা জুয়ার আসরের সন্ধান পেলে, কোনো দ্বিধা না করে দ্রুত প্রশাসনকে অবহিত করুন। আমরা সম্মিলিতভাবে এই ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করতে বদ্ধপরিকর।”

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code