জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫, ভোটগ্রহণ চলছে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। সকাল ১০ থেকেই ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্র প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যবসায়ীরা দীর্ঘদিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিকেল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘ ১১ বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ ২৯ নভেম্বর এ নির্বাচনে ৭ টি পদে ৩৩ জন প্রার্থী পতিধন্দিতা করছেন, নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ভোটকেন্দ্রে বিরাজ করছে উৎসবের আমেজ।
ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও নির্বাচনী কর্মকর্তাদের তৎপরতায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে। দায়িত্বশীল ও কার্যকর বাজার ব্যবস্থাপনা গঠনে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com