প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতিহাস পাল্টে লিভারপুলের স্বপ্ন ভাঙল পিএসজি

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ণ
ইতিহাস পাল্টে লিভারপুলের স্বপ্ন ভাঙল পিএসজি

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগে আগে এমন কখনও হয়নি। প্রথম লেগে প্রতিপক্ষর মাঠ থেকে জিতে আসা লিভারপুল ঘরের মাঠে হারেনি। সেই বৃত্ত ভেঙে দিয়েছে পিএসজি। তাও নাটকীয়ভাবে। দুই লেগ মিলে এগিয়ে যাওয়া-পিছিয়ে পড়া খেলা সবশেষ ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানেই অলরেডদের স্বপ্নভঙ্গ।

Manual8 Ad Code

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে অপয়া ভেন্যু থেকে জয় নিয়ে ফিরেছিল লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে তারাই ছিল ‘প্রতিবেশি’। গোলে শট, আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় ভুগেছে আর্নে স্লটের শিষ্যরা। এক গোলে এগিয়ে থেকেও তাই আসে হার। এদিন উসমান দেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যর্থ হন আলিসন বেকার। ৪:১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে প্যারিসের দলটি।

Manual2 Ad Code

অ্যানফিল্ডে ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করেন উসমান দেম্বেলে। এরপর আক্রমণ-প্রতি আক্রমণের খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আসেনি ফয়সালা। জমজমাট ম্যাচটি এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে পিএসজি। তাতেই গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া লিভারপুল নেয় বিদায়।

পিএসজির পেনাল্টি শটে ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের শট ঠেকাতে পারেননি আলিসন বেকার। আর লিভারপুলের ডারউইন নুনেস ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে পিএসজির নায়ক বনে যান দোন্নারুমা।

অ্যাস্টন ভিলা অথবা ক্লাব বুর্গের কোনো একটি প্রতিপক্ষের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে পিএসজি। শেষ আটে প্যারিসের ক্লাবটির প্রথম লেগ ৮ এপ্রিল।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code